12th পাশে ভারতীয় রেলে কি কি চাকরি আছে? পদ, পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতা - সমস্থ তথ্য দেখে নিন
Railway Jobs After 12th: ভারতীয় রেলওয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম পরিবহন ব্যবস্থা, যা লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে। প্রতিবছর বিভিন্ন পদে দেশ জুড়ে বহু শূন্যপদ এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু অনেকের রেলে চাকরি করার ইচ্ছে থাকলেও এখনো জানে না কোন কোন পদে রেলে নিয়োগ করা হয়। তাই ধারণার আজকের পোস্টে তোমাদের সাথে রেলের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরব। আজকে তোমরা পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতা, সিলেবাস প্রভৃতি সমস্থ তথ্য জানতে পারবে।
রেলওয়ের বিভিন্ন পদ (Railway Jobs After 12th)
শিক্ষার্থীরা ১২ ক্লাস বা উচকমধ্যমিক পাশ করলেই রেলের বিভিন্ন পদে চাকরি পেতে পারে। উচ্চমাধ্যমিক এর পর রেলের যেসব চাকরি উপলব্ধ রয়েছে সেগুলি হল -
- RRB Group D
- RRB NTPC
- RRB ALP
- RRB Group C
যোগ্যতা (Eligibility Criteria)
রেলের চাকরি গুলির প্রতিটি পদের জন্য যোগ্যতা প্রায় একই, কিন্তু বেশ কিছু ভিন্ন যোগ্যতা রয়েছে।
RRB Group D
RRB Group D পরীক্ষার এর মাধ্যমে একজন শিক্ষার্থী Assistant Pointsman, Track Maintainer, Grade IV, Helper, Assistant, Other Level 1 posts পদে নিযুক্ত হতে পারে। এর জন্য শিক্ষার্থীর অবশ্যই বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর এর মধ্যে হতে হবে এবং উচ্চমাধ্যমিকে ৫০% মার্কস নিয়ে পাশ করতে হবে।
আরও পড়ুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা দেখে নিন
RRB NTPC
RRB NTPC পরীক্ষার জন্য যেসব যোগ্যতার প্রয়োজন সেগুলি হল -
- পরীক্ষার্থীদের Undergraduate Post এর জন্য ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত এবং Graduate Post এর জন্য ১৮ থেকে ৩৩ বছর পর্যন্ত বয়সসীমা প্রয়োজন।
- উচ্চমাধ্যমিক পাশে Undergraduate Post এবং গ্রাজুয়েশনে Graduate Post এর জন্য নিয়োগ করা হয়।
- এছাড়াও পরীক্ষার্থীকে ভারতের বাসিন্দা হতে হবে।
RRB ALP
রেলের অন্যান্য পদ গুলির থেকে এই পদটি বেশি প্রচলিত, তবে এই পদে চাকরি পেতে যেসব যোগ্যতা লাগে সেগুলি হল -
এই পদে চাকরি পেতে প্রার্থীদের 10th (মাধ্যমিক) পাশ সাথে ITI, Diploma এর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও টেকনিশিয়ান পদের জন্য 10+2 পাশ এবং এর সাথে ITI, Diploma এর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের ১৮ থকে ২৮ বছর বয়সী হতে হবে। এছাড়া ভারতের নাগরিক হতে হবে।
Railway Jobs After 12th: নিয়োগ প্রক্রিয়া
রেলের সমস্থ Category এর পদের জন্য নিয়োগ প্রক্রিয়া একই রকমের। রেলের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় কয়েকটি ধাপে -
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
- শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
- টাইপিং টেস্ট
- নথি যাচাই (Document Verification)
- মেডিকেল পরীক্ষা (Medical Test)
পরীক্ষার প্যাটার্ন
রেলের সমস্থ পরীক্ষার জন্য নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে তবে নিন্মে দেওয়া প্যাটার্ন এর ভিত্তিতেই প্রায়শ পরীক্ষা নেওয়া হয়।
বিভাগ | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় |
---|---|---|---|
সাধারণ বিজ্ঞান | ২৫ | ২৫ | |
গণিত | ২৫ | ২৫ | |
General Intelligence and Reasonin | ৩০ | ৩০ | |
সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা | ২০ | ২০ | |
মোট | ১০০ | ১০০ | ৯০ মিনিট |
পরীক্ষার সিলেবাস
বিভাগ | বিষয়বস্তু |
---|---|
বিজ্ঞান (Science) | রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, জীবন বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান |
গণিত (Maths) | পরিমিতি, বীজগণিত, অনুপাত ও প্রমাণ, সংখ্যা পদ্ধতি, শতকরা, সময়, কাজ এবং দূরত্ব, সুদ, লাভ-ক্ষতি, দশমিক, প্রাথমিক পরিসংখ্যান, গাণিতিক সমস্যা ইত্যাদি |
সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তিবিদ্যা (General Intelligence and Reasoning) | সম্পর্ক, কোডিং ও ডিকোডিং, মৌখিক যুক্তি, সাদৃশ্য ও বৈসাদৃশ্য, বর্ণমালা সিরিজ, সংখ্যা সিরিজ, সিদ্ধান্ত, প্রত্যক্ষ যুক্তি, বিশ্লেষণধর্মী যুক্তি, ভেন চিত্র ইত্যাদি |
সাধারণ জ্ঞান (General Awareness) ও কারেন্ট অ্যাফেয়ার্স | ভারতের ইতিহাস (প্রাচীন ও আধুনিক), অর্থনীতি, সাম্প্রতিক ঘটনা, ভারতীয় রাজনীতি, ক্রীড়া, ভারতের বিখ্যাত স্থান, শিল্প ও সংস্কৃতি, বিখ্যাত ব্যক্তিত্ব ইত্যাদি |
বেতন ও সুযোগ-সুবিধা (Salary & Benefits)
নিয়োগ হওয়া প্রার্থীদের প্রতি মাসে ₹১৯,৯০০ - ₹৩৫,৪০০ (পদের উপর নির্ভরশীল) টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও DA, বাড়ি ভাড়া ভাতা (HRA), চিকিৎসা সুবিধা, পেনশন ইত্যাদি রয়েছে।
সর্বশেষে, যেসব শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পাশে একটি চাকরি খুঁজছে, তাদের জন্য রেলের এই চাকরি গুলি সেরা হতে পারে। RRB এর তরফ থেকে প্রতি বছর একাধিক শূন্যপদে নিয়োগ করা হয়ে থাকে, বর্তমানে Group D এর জন্য ফর্ম ফিলাপ চলছে।
আজকের পোস্টটি আসা করছি তোমাদের সহায়তা করবে, ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে এবং প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবে না।