SVMCM Scholarship Eligibility, Last Date, Renewal | Swami Vivekananda Scholarship 2024 – 2025
SVMCM (V4.2): আর্থিক দিক থেকে পিছিয়ে পরা শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান এর গুরুত্ব অপরিসীম। কেন্দ্র ও রাজ্য সরকার এর তরফ থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে পরা পড়ুয়াদের জন্য রীতিমতো বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা প্রদান করে থাকে, এর মধ্যে রাজ্য সরকার এর একটি শ্রেষ্ঠ প্রয়াস হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপটির মাধ্যমে রাজ্য জুড়ে স্কুল পড়ুয়া থেকে UG/PG/MBBS/Engineering এবং আরও অন্যান্য ডিপ্লোমা কোর্স নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
Swami Vivekananda Scholarship 2024 – 2025
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দ্বারা চালু করা একটি স্কলারশিপ প্রোগ্রাম, যার মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক দিক থেকে দুর্বল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের জন্য এক নির্দিষ্ট পরিমানের বৃত্তি প্রদান করা হয়। যার ফলে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। বর্তমানে একজন শিক্ষার্থী যদি ৬০ শতাংশ মার্কস তার বিগত পরীক্ষার মধ্যে পেয়ে থাকে তবে এই স্কলারশিপটির মধ্যে আবেদন করতে পারে আজকের পোস্টটির মাধ্যমে আপনাদের সামনে স্কলারশিপটি নিয়ে সমস্থ কিছু তথ্য তুলে ধরা হল।
স্কলারশিপ এর নাম | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM V4.0) |
উদ্দ্যেশ্য | রাজ্যের মেধাবী এবং অর্থনৈতিক দিক থেকে দুর্বল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়। |
বৃত্তির পরিমাণ | ১২,০০০ থেকে ৯৬,০০০ টাকা পর্যন্ত |
আবেদনের যোগ্যতা | বিগত পরীক্ষায় ৬০ শতাংশ বা তার উর্দ্ধে মার্কস, কলেজ পড়ুয়াদের জন্য ৫৫ শতাংশ। |
আবেদন পদ্ধতি | অনলাইনে |
অফিসিয়াল সাইট | https://svmcm.wbhed.gov.in/ |
SVMCM Scholarship Eligibility Criteria
৫৫ থেকে ৬০ শতাংশ এর মধ্যে মার্কস থাকলেই স্কুল এবং কলেজ পড়ুয়ারা আবেদন করার জন্য যোগ্য, তবে শুধু মার্কস থাকলেই হবে না, আবেদন করার জন্য আরও কিছু উল্লেখযোগ্য যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে। যেমন –
- শিক্ষার্থীকে অবশ্যই একজন রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পড়ুয়াদের পারিবারিক আয় বার্ষিক ২ লক্ষ্য ৫০ হাজার টাকার নিন্মে হতে হবে।
- শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে কোনরকম ফাঁকা বছর অর্থাৎ Gap থাকা যাবে না।
- শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের মধ্যে যেকোন স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় এর অধীনে বিভিন্ন কোর্স বা শ্রেণীতে পড়াশুনা করতে হবে।
- ভোকেশনাল এডুকেশন এর ক্ষেত্রে যেকোন স্বীকৃত বোর্ড এর অধীনে পশ্চিমবঙ্গের মধ্যে কলেজ এর মধ্যে শিক্ষা গ্রহণ বা নাম নথিভুক্ত করতে হবে পড়ুয়াদের।
- উচ্চ শিক্ষার পড়ুয়াদের জন্য স্নাতক, স্নাতকোত্তর, এমফিল এবং ডক্টরেট কোর্স সহ শিক্ষার বিভিন্ন স্তরে নিজেদের নাম নথিভুক্ত থাকতে হবে।
এইসব যোগ্যতার মানদন্ড গুলি নির্ভুল ভাবে পূরণ করলেই অফিসিয়াল পোর্টাল এর মধ্যে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য নিন্মে দেওয়া আছে।
আরও পড়ুন: 12th পাশে ভারতীয় রেলে কি কি চাকরি আছে? পদ, পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতা – সমস্থ তথ্য দেখে নিন
SVMCM Scholarship Last Date
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মধ্যে ২০২৩-২৪ সালের জন্য আবেদন প্রক্রিয়া দিনক্ষণ শেষ হয়ে গেছে এবং স্কলারশিপ এর অনুদান এর বিতরণ প্রক্রিয়াও প্রায় সম্পন্ন হয়েছে। তবে এখন রীতিমতো ২০২৪-২৫ শিক্ষা-বর্ষ শুরু হচ্ছে শিক্ষার্থীদের মনে জাগছে প্রশ্ন, কবে থেকে শুরু হবে Swami Vivekananda Scholarship এর জন্য আবেদন প্রক্রিয়া?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া এর তারিখ এখন অফিসিয়াল ভাবে বলা হয়নি, তবে যদি বিগত বছর গুলি লক্ষ্য করি তবে স্কুল পড়ুয়াদের জন্য সেপ্টেম্বর থাকে অক্টোবর মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে কলেজ পড়ুয়াদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে এখন অনেক সময় বাকি আছে।
SVMCM Scholarship Application Process
স্কলারশিপটির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে দুটি ধাপে। প্রথম ধাপে ছাত্র-ছাত্রীদের অফিসিয়াল পোর্টাল এর মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং দ্বিতীয় ধাপে নিজের প্রয়োজনীয় সমস্থ তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রথম ধাপ – SVMCM Scholarship Registration
- রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম অফিসিয়াল পোর্টাল এর মধ্যে প্রবেশ করতে হবে।
- এখন আপনাকে রেজিস্ট্রেশন এর জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে এবং সাবমিট অপশন এর মধ্যে ক্লিক করতে হবে, এখন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
- রেজিস্ট্রেশন করার পর আপনার জন্য একটি ১৫ সংখ্যার ID তৈরি হবে, সেটাকে সংগ্রহ করে রাখতে হবে।
দ্বিতীয় ধাপ – SVMCM Scholarship Apply
- এখন পুনরায় অফিসিয়াল পোর্টাল এর মধ্যে ভিজিট করে লগ-ইন করুন।
- লগ-ইন করতে সেই ১৫ সংখ্যার ID এবং তৈরি করা পাসওয়ার্ড ব্যবহার করুন।
- লগ-ইন হয়ে গেলে আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে আসবে, এখানে আবেদন ফর্মটি থাকবে।
- এখন আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিলাপ করুন।
- এরপর আপনার ছবি সহ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এবং নিজের স্বাক্ষর PDF আকারে আপলোড করুন।
- ডকুমেন্ট আপলোড করার পর সমস্থ তথ্য নির্ভুল আছে কি না, তা যাচাই করে নিবেন এবং ভুল থাকলে ঠিক করে সাবমিট বাটন এর মধ্যে ক্লিক করুন।
- এখন আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: AI Courses: বাড়িতে বসে ফ্রিতে শিখুন AI, জেনে নিন ১০ টি কোর্স
SVMCM Scholarship Renewal
Renewal করার জন্য শিক্ষার্থীদের একই প্রক্রিয়া এর মধ্যে করতে হবে, তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হবে না। প্রথম রেজিস্ট্রেশন করার সময় যে ১৫ সংখ্যার ID এবং পসবোর্ড তৈরি করেছিলে সেটির মাধ্যমে লগ-ইন করে রিনুয়াল অপশন এর মধ্যে ক্লিক করবে এবং এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিলাপ করে নিতে হবে। সর্বশেষে ডকুমেন্ট গুলি আপলোড করে সাবমিট অপশন এর মধ্যে ক্লিক করলেই Renewal প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (SVMCM Scholarship Documents)
আবেদন করার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট অফিসিয়াল পোর্টাল এর মধ্যে আপলোড করতে হয়, যেমন –
- স্কুল পড়ুয়া হলে মাধ্যমিক পরীক্ষার এবং একাদশ শ্রেণীর পরীক্ষার মার্কশীট দুই দিক স্কান করা PDF.
- একজন কলেজ পড়ুয়া হলে দু-দিক স্কান করা বিশ্ববিদ্যালয় বা কলেজ এর মার্কশীট।
- ভর্তির রশিদ
- পারিবারিক আয় এর প্রমাণপত্র হিসাবে ইনকাম সার্টিফিকেট।
- আধার কার্ড/রেশন কার্ড আথবা ভোটার কার্ড (যদি থাকে)
- স্কান করা ব্যাঙ্কের পাসবই।
- যদি কোন কারণে এক বছর গ্যাপ দিয়ে থাক তবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যপক আথবা প্রধান শিক্ষক এর থেকে Declaration আপলোড করতে হবে।
SVMCM Scholarship Status Check
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রায় সমস্থ শিক্ষার্থীর মাথায় শুধু একটা বিষয়ই ঘুর ঘুর করতে থাকে, কবে স্কলারশিপ এর টাকা ঢুকবে। এর জন্য নিয়মিত স্ট্যাটাসঃ চেক করা যায়, কিভাবে করবে জেনে নাও –
- সর্বপ্রথম অফিসিয়াল পোর্টাল এর মধ্যে লগ-ইন করে নিন।
- এখন নিজের প্রোফাইল সেকশন এর ড্যাশবোর্ড এর মধ্যে যান এবং Track Application অপশন এর মধ্যে ক্লিক করুন।
- এখন আপনার আবেদন ফর্মটি সম্পর্কিত স্ট্যাটাসঃ দেখতে পারবেন।
স্ট্যাটাসঃ যদি Approved দেখে তবে আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে এবং এর মধ্যে কোনরকম ভুল নেই। আবার যদি Amount Distributed দেখায় তবে টাকা ঢুকে গেছে, যদি Application Forwarded দেখায় তবে আবেদনটি যাচাই করার জন্য অন্য একটি ডিপার্টমেন্ট এর মধ্যে পাঠানো হয়েছে। আবার যদি Duplicate Application দেখায় তবে আপনার আবেদন ফর্মটির সাথে আরও একটি আবেদন ফর্ম খুজে পাওয়া গেছে, এমনটি সাধারনত দুটি সরকারি স্কলারশিপ একসাথে করলে দেখায়।
SVMCM Scholarship Amount
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর বৃত্তি সাধারণ প্রতি মাসের টাকা একবারে দেওয়া হয়। তবে এই বৃত্তি এর পরিমাণ কোর্স এর ভিত্তিতে পরিবর্তন হয়।
কোর্স/শ্রেণী | বৃত্তির পরিমাণ/বার্ষিক |
স্কুল পড়ুয়া শিক্ষার্থী | মাসে ১,০০০ টাকা করে ১২,০০০ টাকা। |
B.A | মাসে ১,০০০ টাকা করে ১২,০০০ টাকা। |
B.SC | মাসে ১,৫০০ করে ১৮,০০০ টাকা |
অন্যান্য প্রফেশনাল কোর্স | মাসিক ১,৫০০ করে ১৮,০০০ টাকা |
PG আর্টস | মাসিক ২,০০০ করে ২৪,০০০ টাকা |
PG সাইন্স | মাসিক ২,৫০০ করে ৩০,০০০ টাকা |
Phd/M.Phil | বার্ষিক ৬০,০০০ থেকে ৯৬,০০০ টাকা |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বহুদিন ধরেই রাজ্যের আর্থিক দিক থেকে দুর্বল শিক্ষার্থীদের আর্থিক দিক থেকে সহায়তা প্রদান করে আসছে। ফলস্বরূপ বহু শিক্ষার্থী যারা আর্থিক দিক থেকে দুর্বলতার সন্মুখীন হয়েছে তারাও উচ্চ শিক্ষার জয় এগিয়ে যেতে পেরেছে। রাজ্য জুড়ে এই স্কলারশিপটি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান বিশেষ ভাবে অবদান রাখছে এবং বাংলার প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য পথ খুলে দিচ্ছে।